★*★দুইটি অণুগল্প★*★
লিখেছেন লিখেছেন মামুন ২০ মে, ২০১৬, ০২:৩৮:২৩ রাত
এক.
সেদিনও বৃষ্টি পড়ছিল
★*★*★*★*★*★*★
অফিস থেকে বাসায় ঢুকবার আগেই সাদা-নীলচে চিরে দেয়ার অনুভবকে শব্দের তীব্রতায় আরো বিকট করার সাথে সাথে, ফোঁটা ফোঁটা বরফকণার ভিজিয়ে দেয়া! বেশ উপভোগ করলো শিহাব। ছাতা হাতে। খুলতে ইচ্ছে হল না। তাই একটু ভিজলো।
মনটা ওর অনেকদিন কাউকে সাথে নিয়ে মুষলধারে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। ভিজে ভিজে কারোর প্রচন্ড শীতে, লেপ্টানো বসনের নিচের বাঁকগুলি ভেতরে ভেতরে, উষ্ণতার উষ্ণতর ছুঁয়ে যাওয়ার প্রলোভনে থেকে থেকে কাঁপবে! শিহাবের আঠাশ বছরের বহতা যৌবন হঠাৎ থমকে গিয়ে চমকে যাবে, সাথের সিক্ত বসনা মেয়েটির কাকচক্ষু জলের ভেতরের দৃষ্টিপ্রদীপের হঠাৎ জ্বলে ওঠায়! কাঠাঁল পাতা গড়িয়ে ওকে ছুঁয়ে দেয়া জলের ফোঁটার পরশে কাতরে ওঠা যুবতীর অস্ফুট ধবনির অণুরণন, হৃদয়ে শীৎকারের উল্লাস ধবনির উষ্ণতায় জেগে ওঠার মুহুর্ত এনে দেয়! অন্য কোনো কিছু-ই এর সাথে কখনো তুলনায় আসে না।
কিন্তু সেই মেয়েটির ছিল সাইনোসাইটিস। ঠান্ডা ওর একেবারেই সহ্য হয় না। সেদিন ও ঝুম বৃষ্টি হচ্ছিলো- লনে দুহাত বুকে বেঁধে পায়চারি করে করে বৃষ্টি অনুভব করছিল মেয়েটি। আর ওদের বাড়ির গেটের সাথের গাছটির আড়ালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভিজে কাক হয়েছিল শিহাব।
কাকদেরকে কেন জানি ভদ্রলোকেরা পছন্দ করেন না। ওদের জন্মই বোধহয় ভদ্রলোকদের উচ্ছিষ্ট খেয়ে সাফ করে ভারসাম্য রক্ষা করার জন্য। কাকদের স্বপ্ন থাকতে পারে না। ওদের কাকানুভূতিতে নিরন্তর স্বপ্নহীন এক উচ্ছিষ্ট ভোগীর ভূমিকায় অভিনয় করে চলার তাড়ণা।
কণার বাবা ও শিহাবকে কাক মনে করলেন। সেদিনটিতে ও তুমুল বৃষ্টি হচ্ছিলো- এক উচ্ছিন্নভোগী জীবনের রিক্ত এক কাক নিজের বৃষ্টিভেজা পথের দৃষ্টিসীমায় এক ময়ুরের সাথে কণাকে হাত ধরে চলে যেতে দেখেছিল!
কষ্টগুলো কান্নার বুক বেয়ে বয়ে মুক্তো হয়ে সাগরের বুকে মুখ লুকোয়.. ঝর ঝর বারিধারায় হারানো সুরের গুমরে ওঠা দীর্ঘক্ষণ বেজেছিল সেদিন.. কোথাও!
তারপর থেকে .. চুপচাপ.. প্রতিদিন!
ঝরঝর.. একদিন.. সেদিন ছিল.. নিশ্চুপ চারিধার।।
★ মামুনের অণুগল্প
দুই.
আমি তুমি আর সে
★*★*★*★*★*★*★
আমার স্বাচ্ছন্দ্য বিচরণস্থলে সে কখনো-ই আসে না এবং আমিও তার জন্য সে যেখানে থাকে সেখানে যেতে পারি না। আমাদের মাঝ থেকে অনেক আগেই 'তুমি' হারিয়ে গেছে!
অন্যরা এখন আমার এবং তার মাঝে এক ডিভাইডার... এখন এভাবেই সবাই বেঁচে আছি।
★ মামুনের তিন লাইনের অণুগল্প
বিষয়: সাহিত্য
১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন